দেশের সেরা স্মার্ট সিটিগুলির তালিকায় এসে গেল নিউ টাউন (New Town)। পরিবেশ গড়ে তোলা এবং যাতায়াতের সুবন্দোবস্ত— এই দুই বিভাগে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থান পেয়েছে কলকাতা সংলগ্ন নিউ টাউন। সেরা স্মার্ট সিটি (Smart City) নির্বাচিত হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। তার পরে রয়েছে যথাক্রমে গুজরাতের সুরাত এবং উত্তরপ্রদেশের আগরা।
কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের ‘ইন্ডিয়া স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কনটেস্ট’-২০২২-এ পুরস্কৃত হয়েছে নিউটাউন। ৮০টি স্মার্ট সিটি থেকে ৯০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়েছিল। চারটি পর্যায়ে বাছাইয়ের পরে প্রতিটি বিভাগে পুরস্কারপ্রাপক শহরগুলির নাম ঘোষণা করা হয়েছে।
Durand Cup Final: আজ মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! রণক্ষেত্র ডার্বির টিকিট মিলবে বিকেল ৩ টে পর্যন্ত