বাংলায় (West Bengal) আরও এক ব্যক্তির শরীরে ওমিক্রনের (Omicron) হদিশ। ফলে এই নিয়ে পঞ্চম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেল রাজ্যে।
আয়ারল্যান্ডের ডাবলিন শহর ফেরত ওই ব্যক্তিকে গত মঙ্গলবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জিন পরীক্ষার পর শুক্রবার ওই ব্যক্তির শরীর থেকে মিলছে কোভিডের নতুন প্রজাতির হদিশ।
আরও পড়ুন : RTPCR for Omicron in WB: ওমিক্রন মোকাবিলায় নয়া দাওয়াই, বিশেষ RTPCR পরীক্ষা চালু করছে রাজ্য
আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড হয়ে আরব আমিরশাহী দিয়ে ভারতে এসেছিলেন ওই ব্যক্তি। কর্মসূত্রে গত পাঁচ বছর আয়ারল্যান্ডে রয়েছেন তিনি। যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা হয়েছিল তাঁর। তখন রিপোর্ট ছিল নেগেটিভ। কলকাতায় এসে ওই ব্যক্তি দুর্বল বোধ করেন। ছিল গা-হাতে ব্যথাও। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাঁর কোভিড ধরা পড়ে। শুক্রবার ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ।