মঙ্গলবার সঙ্গীত শিল্পী কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে কী হয়েছিল! সত্যি কি কোনও অব্যবস্থা ছিল! ১২ বছর ধরে নজরুল মঞ্চে কাজ করছেন এক কর্মী। কিন্তু এমন দৃশ্য আগে কখনও দেখেননি তিনি। ওই কর্মীর দাবি, আসন সংখ্যার থেকে অনেক বেশি সংখ্যক দর্শক প্রেক্ষাগৃহে ঢুকে যায়। যার ফলে প্রবল ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়।
কেকে-র অনুষ্ঠানের পরও প্রেক্ষাগৃহের পিছন থেকে অনেক বোতলও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সন্ধে সাতটার সময় স্টেজে ওঠেন কেকে। একের পর এক গান গেয়ে যান তিনি। বারবার ব্যাকস্টেজে গিয়ে বিশ্রাম নেন। ৮টা ৪০ নাগাদ অনুষ্ঠান শেষ হয়। আসন সংখ্যা ছিল ২৪৮২। ভিড় হয়েছিল প্রায় ৮০০০। ওই কর্মীর দাবি, ৭টি দরজার ৫টিই খোলা ছিল। মঞ্চের দুদিকে লোকও দাঁড়িয়ে ছিল। এসি বন্ধ ছিল না। কিন্তু ভিড়ে দমবন্ধ পরিবেশে এসি কাজও করছিল না। দরজা খোলা থাকায় এসির হাওয়া বাইরে বেরিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের কেকে-র সহশিল্পীদের
কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে কেকে-র উদ্দীপনার শেষ ছিল না। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফেসবুকে লিখেছিলেন, 'কলকাতা আমি আসছি।' কিন্তু সেই অনুষ্ঠান তাঁর জীবনের শেষ অনুষ্ঠান হবে, তা ভাবতে পারেনি কেউই। অনুষ্ঠান শেষে হঠাৎ শরীর খারাপ। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে।