সন্দেশখালির যাওয়ার আগেই বাধা। কলকাতার সায়েন্স সিটির কাছেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার পুলিশের। পুলিশের দাবি, ১৪৪ ধারা লঙ্ঘন করায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। বাংলায় স্বৈরতন্ত্র চলছে, পাল্টা দাবি নওশাদের।
মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন নওশাদ সিদ্দিকি। সায়েন্স সিটির কাছেই তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। নওশাদের দাবি, তাঁর সঙ্গে ৪ জনের বেশি লোক ছিলেন না। এরপরই তাঁকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেড নির্দেশিকায় 'সেনাপতি' অভিষেক, জানানো হল দলীয় প্যাডে
এদিন বাসন্তী হাইওয়ের প্রবেশের আগেই নওশাদ সিদ্দিকিকে আটকে দেয় পুলিশ। নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, "বাংলায় স্বৈরাতন্ত্র চলছে।"