আরজি করের প্রতিবাদে নবান্ন অভিযান। লাঠি ও জলকামানে সেই অভিযান কার্যত রুখে দিল পুলিশ। মঙ্গলবার এই অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চ। সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ-সহ একাধিক এলাকায় মিছিলের উপর জল কামান চালিয়ে তা আটকে দেয় পুলিশ। সাঁতরাগাছিতে আন্দোলনকারীদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেলও ফাটানো হয়েছে।
শহরের তিন অঞ্চল থেকে এই মিছিল শুরু হয় বেলা পৌনে একটা নাগাদ। সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে মিছিল এগানোর আগেই আটকে দেয় পুলিশ। গার্ডরেল ভেঙে এগোতে গেলে প্রথম বাঁধা দেয় পুলিশ। শুরু হয় আন্দোলনকারীদের উপর জলকামান। কলেজ স্ট্রিটের দিক থেকে আসা মিছিল আটকে দেওয়া হয় হাওড়া ব্রিজের উপরে। সেখানেও জলকামান চালায় পুলিশ।
ঠিক ছিল এই মিছিল হবে অরাজনৈতিক। কিন্তু সাঁতারাগাছির দিক থেকে শুরু হওয়া মিছিলে হাঁটতে দেখা যায় বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। এরপরেই প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অর্জুনের উপস্থিতি প্রমাণ করল এই মিছিল রাজনৈতিক। এমনটাই দাবি কুণাল ঘোষের।