ফের নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের (Baruipur Court)। আইএসএফ (ISF) কর্মীদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নৌশাদকে হেফাজতে পেল লেদার কমপ্লেক্স থানা।
বুধবার নৌশাদের হয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই আর্জি খারিজ করে দেয় আদালত। হাতিশালায় গোলমালের ঘটনায় আরও এক মামলায় সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ওই মামলার ভিত্তিতেই শুক্রবার ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি।
আরও পড়ুন- নৌশাদকে নিয়ে ভাবে না তৃণমূল, সিদ্দিকিকে পাল্টা তোপ ফিরহাদের
২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে নওশাদ-সহ ১৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।