বেহালার দুর্ঘটনা (Behala Road Accident) ও পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় নড়েচড়ে বসল নবান্ন (Nabanna) । ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baherjee) । ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, গোটা ঘটনায় লালাবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন ।
শুক্রবার সকালে বেহালা-চৌরাস্তায় লরির ধাক্কায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির ছাত্রের । তারপর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে পরিদর্শন করেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল । তিনি জানিয়েছেন, ঘটনার সময় ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছিলেন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা খতিয়ে দেখা হবে। কোনও গাফিলতি ছিল কি না, সেটাও দেখা হবে। পরবর্তীতে আর এরকম হবে না বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন, Behala Road Accident : বেহালায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় আটক ঘাতক লরি চালক
উল্লেখ্য, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার করার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বড়িষা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকারের (৭) । বেহালার নবপল্লীতে বাড়ি । দুর্ঘটনায় গুরুতর জখম হন তাঁর বাবা সরোজ কুমার সরকার । পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁরও মৃত্যু হয় ।
এদিকে, শিশুমৃত্যুকে কেন্দ্র করে সকাল সাড়ে ৬টা থেকে দফায় দফায় উত্তাল হয় বেহালা চৌরাস্তা। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বড়িশা হাই স্কুলের সামনে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের রীতিমতো খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে স্কুল গেটের সামনে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। স্কুল ক্যাম্পাস ধোঁয়ায় ঢেকে যায়। অসুস্থ হয়ে পড়ে একাধিক খুদে। আহত হন পুলিশ এবং আমজনতা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।