নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে আমন্ত্রণ জানানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আগামী ১৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে ওই বৈঠক আছে। শুক্রবার বিরোধী দলনেতার দফতরে সেই আমন্ত্রণপত্র এসে গিয়েছে।
মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করতেই বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করেছে নবান্ন। প্রথমে ওই বৈঠক ঠিক হয় ৪ ডিসেম্বর। বৈঠকের জায়গা ছিল বিধানসভার স্পিকারের কক্ষে। শুক্রবার ওই বৈঠকের স্থান ও সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে।