বাগুইআটিতে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকের পরিবারের দাবি তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগুইআটির অশ্বিনীনগর এলাকায়। জানা গিয়েছে , ২০২০ সাল থেকে দিয়া চক্রবর্তী নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল মৃত যুবক সৌম্যদীপের। সম্প্রতি দিয়ার পরিবারের তরফ থেকে সৌম্যদীপকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। রবিবার রাতেও যুবকের বাড়িতে দিয়া, তাঁর মা এবং এক বন্ধু এসেছিলেন বলে খবর। সেখানে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ।
এর খানিকক্ষণের মধ্যেই আবাসনের বাইরে থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ এসে দেহ তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের মায়ের দাবি সৌম্যদীপকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয়েছে। খুন নাকি আত্মহত্যা চলছে তদন্ত।