কামারহাটির (Kamarhati) ২১ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের (Electoral Fraud) অভিযোগ শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ভোটার কার্ড ছাড়াই বুথে ঢুকতে দেখা যায় এক যুবককে। মোবাইলে ভিডিও রেকর্ড করতেই তুমুল বচসা ও হাতাহাতির অভিযোগ। ২১ নম্বর ওয়ার্ডের বিরোধী প্রার্থীদের মারধরের অভিযোগও উঠেছে। অভিযোগ, শাসকদল তৃণমূলের হয়েই ছাপ্পা ভোট দেওয়ার উদ্দেশ্যে আসেন ওই যুবক। ধরা পড়ে যাওয়ায় বচসা শুরু করে শাসকদল।
এদিন সকাল থেকেই পুরসভা নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক এলাকায় শাসক-বিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। কামারহাটি পুরসভার বিভিন্ন এলাকাতেও শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ বিরোধী দল সিপিএম ও বিজেপির।
আরও পড়ুন: বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধার অভিযোগ, উত্তপ্ত দক্ষিণ দমদম
কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনের আগের দিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে এলাকা। নির্বাচনের আগের দিন রণক্ষেত্রের চেহারা নেয় গোটা অঞ্চল। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী ও তাঁর সমর্থকদের সঙ্গে তৃণমূলের অন্য গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। বাঁশ দিয়ে একে অপরকে মারধর করা হয় বলে অভিযোগ।