সংসদে তাঁর শেষ দিন। সম্প্রতি নিজের ইন্সট্রা স্টোরিতে এই কটি লাইন লেখার পরেই জল্পনা আরও বেড়েছিল। এই পরিস্থিতিতে শনিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ঢুকতে দেখা গেল ঘাটাল সাংসদ দীপক অধিকারী। এই নির্বাচনেও ঘাটাল থেকে প্রার্থী হন দেব। এমনটাই চাইছেন তৃণমূল নেত্রী। এই অবস্থায় এদিনের দেবের ক্যামাক স্ট্রিটে যাওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের।
গত কয়েকদিন ধরেই রাজনীতির উঠোনে খবরের মধ্যেই রয়েছে দেবের নাম। সম্প্রতি ঘাটালের তিনটি পদ থেকে তাঁর ইস্তফার পর জলঘোলা শুরু হয়েছে। এরমধ্যে ওই বিধানসভার প্রাক্তন বিধায়ক সাংসদের অনুগামীদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ করেছিলেন।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঘাটালের ব্যাপারে কেন্দ্র কোনও টাকা দেয়নি। যা কাজ হয়েছে রাজ্যের টাকাতেই।
প্রশ্ন হচ্ছে আসন্ন লোকসভা ভোটে ঘাটালে কী প্রার্থী হিসাবে দীপক অধিকারীকে ফের দেখা যাবে ? কারণ, দলের ভাল ছেলে দেবকে প্রার্থী করতে আগ্রহী স্বয়ং তৃণমূল নেত্রী। সেই জট খুলতেই কী অভিষেকের অফিসে সাংসদ-অভিনেতা দেব ?