পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং নবান্ন অভিযানের জেরে স্তব্ধ হয়েছিল কলকাতা শহর। আর তারজন্য ব্যবসায় ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা। জি ২৪ ঘণ্টার একটি প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে।
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দোষীর দ্রুত শাস্তির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাদের দাবি করেছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যজুড়ে বনধ ডেকেছিল BJP। নবান্ন অভিযান এবং বাংলা বনধে শহর কলকাতার ব্যবসায় ২০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একটি প্রতিবেদনে এমনই খবর প্রকাশ করে জি ২৪ ঘণ্টা।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP ১৭.১ লাখ কোটি টাকা। যা দৈনিক হিসাব করলে দাঁড়ায় ৫০০০ কোটি টাকা। এর মধ্যে ৪০ শতাংশ ব্যবসা হয় শুধুমাত্র কলকাতাতেই। অর্থাৎ সেই হিসেবে টাকার অঙ্ক ২০০০ কোটি টাকা।
বনধের জেরে একাধিক লাইন অবরোধ করা হয়। ফলে জেলার বাসিন্দারা কলকাতায় পৌঁছতে পারেননি। সেই কারণেই ওইদিন ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিকে নবান্ন অভিযানের দিন সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ ছিল। যার ফলে ওই দুই সড়ক পথ দিয়েও জেলার মানুষজন আসতে পারেননি। তার প্রভাবেই ২০০০ কোটি টাকার ব্যবসার ক্ষতি বলে জানা গিয়েছে।