Local Trains Cancel in Howrah: ৪দিন শতাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে এক্সপ্রেস! ব্যাপক সমস্যায় যাত্রীরা

Updated : Nov 06, 2024 11:54
|
Editorji News Desk

বিরাট সমস্যায় পড়তে পারেন হাওড়া-বর্ধমান রুটের যাত্রীরা। কারণ চারদিন মেন ও কর্ড লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কবে থেকে ট্রেন বাতিল? 
১৪ নভেম্বর থেকে লাইনের কাজ শুরু হবে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ফলে আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত হাওড়া বর্ধমান দুটি শাখাতেই যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হবে। সবথেকে বেশি সমস্যা হতে পারে ১৫ নভেম্বর। কারণ ওইদিন প্রায় ৫ ঘণ্টা পাওয়ার ব্লক করা হতে পারে। 

কোন কোন স্টেশনে কাজ হবে? 
মশাগ্রাম, পাল্লারোড এবং শক্তিগড় স্টেশনে নন ইন্টারলকিং-এর কাজ একযোগে করা হবে। মশাগ্রাম এবং পাল্লারোড কর্ড শাখায় হলেও যেহেতু শক্তিগড় স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ হবে সেই কারণে মেন শাখাতেও সমস্যা হবে।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে? 
আপ লাইনে বাতিল থাকবে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ রামপুরহাট এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, শিয়ালদহ আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস।

ডাউন লাইনে বাতিল থাকবে বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, রামপুরহাট শিয়ালদহ এক্সপ্রেস, সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস, আসানসোল শিালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস। 

কোন কোন এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে?
আপ লাইনে ঘুরপথে চলবে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, মুম্বই মেল, শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস।

ডাউন লাইনে ঘুরপথে চলবে যে এক্সপ্রেস ট্রেনগুলি- 
NJP হাওড়া শতাব্দী এক্সপ্রেস,গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, ডাউন পদাতিক এক্সপ্রেস, ডাউন মুম্বই হাওড়া মেল, ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ডাউন হিমগিরি এক্সপ্রেস। 

কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১৪ নভেম্বর এবং ১৫ নভেম্বর মেন ও কর্ড শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই দুই দিন কর্ড শাখায় আপ লাইনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল-৩৬৮১১, ৩৬৮১৫, ৩৬৮২১, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৫, ৩৬৮৩৯, ৩৬৮৪৭, ৩৬৮৫১, ৩৬৮৫৫

মেন লাইনের আপ শাখায় বাতিল ট্রেনগুলি হল- ৩৭৮১১, ৩৭৮১৫, ৩৭৮১৯, ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৭৮৪৫, ৩৭৮৪৯, ৩৭৮৫৩

শিয়ালদহ বর্ধমান ৩১১৫১ ট্রেনটিও বাতিল করা হয়েছে। 

কর্ড শাখায় ডাউন লাইনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল- ৩৬৮১২, ৩৬৮১৬,৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪২, ৩৬৮৪৮, ৩৬৮৫২, ৩৬৮৫৪, ৩৬৮৫৮।

মেন শাখায় ডাউন লাইনে যে ট্রেনগুলি বাতিল, সেগুলি হল- ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৮, ৩৭৮২২, ৩৭৮৩২, ৩৭৮৩৬, ৩৭৮৪০, ৩৭৮৪৪, ৩৭৮৫০, ৩৭৮৫৬

বর্ধমান শিয়ালদহ শাখার ডাউন লাইনে ৩১১৫২ লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে। 

শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর যে সব ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল-

আপ লাইনে হাওড়া বর্ধমান কর্ড কর্ড শাখায় বাতিল- ৩৬৮১১, ৩৬৮১৫, ৩৬৮২১, ৩৬৮২১, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৯, ৩৬৮৪৭, ৩৬৮৫১, ২৬৮৫৫।

হাওড়া মশাগ্রাম শাখায় বাতিল ট্রেনগুলি হল- ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭। 

মেন লাইনে বাতিল- ৩৭৮১১, ৩৭৮১৫, ৩৭৮১৯, ৩৭৮২৩, ৩৭৮২৯, ৩৭৮৩৩, ৩৭৮৩৭, ৩৭৮৪১, ৩৭৮৪৫, ৩৭৮৪৯, ৩৭৮৫১, ৩৭৮৫৩, ৩৭৮৫৫।

শিয়ালদহ বর্ধমান শাখায় বাতিল- ৩১১৫১

কর্ড শাখায় ডাউন লাইনে বাতিল ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮২২, ৩৬৮২৬, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪২, ৩৬৮৪৮, ৩৬৮৫২, ৩৬৮৫৪, ৩৬৮৫৮

মশাগ্রাম হাওড়া শাখায় বাতিল- ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬, ৩৬০৮৮

ডাউন লাইনে মেন শাখায় যে সব ট্রেনগুলি বাতিল- ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২২, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৩৬, ৩৭৮৪০, ৩৭৮৪৬, ৩৭৮৫০, ৩৭৮৫২

Local Trains

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট