৪৫০ কোটির রেশন বণ্টন দুর্নীতি। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার ইডির দাবি, রাজ্যের দুই জেলায় একশোর বেশি সম্পত্তি রয়েছে বাকিবুর রহমানের। মূলত উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় এই সম্পত্তির সিংহভাগ রয়েছে বলেই দাবি করা হয়েছে।
এরআগেই জানা গিয়েছিল, দুবাইয়ে সম্পত্তি রয়েছে বাকিবুরের। এবার ইডির দাবি, বারাসত, দেগঙ্গার মতো জায়গার পাশাপাশি নদিয়ার বেশ কিছু অঞ্চলে আত্মীয়দের মধ্যেই এই সম্পত্তি ভাগ করে দিয়েছেন বাকিবুর। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, বাকিবুরের এই প্রতিপত্তির পিছনে রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশয়।
মঙ্গলবার এই দুর্নীতিতে চার্জশিট পেশ করে ইডি একটি কোম্পানির নাম উল্লেখ করেছে। রিপোর্টের দাবি করা হয়েছে, এই কোম্পানির নাম করেই মূলত দুর্নীতি হয়েছিল। আর এই কোম্পানির মাথা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।