সোমবার কী ছুটির সমাচার আসবে ? কারণ, ওই দিন ফের বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড। রবিবার রাত পর্যন্ত যা খবর, বেশ অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়াই ভাল আছেন তিনি। যা স্বস্তির ইঙ্গিত বলেই মনে করছেন চিকিৎসকরা। বিকেলে তাঁকে স্যুপ খাওয়ানো হয়েছে। এখনও নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রেখেই কড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল।
গত শনিবারও তাঁর ছুটির ব্যাপারে আলোচনা করতে বৈঠকে বসেছিল মেডিক্যাল বোর্ড। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অ্যান্টিবায়োটিক ছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন থাকবেন, সেটা দেখে নেওয়ার। তার পর পরিস্থিতি বুঝে তাঁর ছুটি মঞ্জুর করা হবে।
আরও পড়ুন : আগের থেকে অনেকটা সুস্থ বুদ্ধদেববাবু, রাইলস টিউব খোলা হতে পারে শীঘ্রই
সেই মতো গত চব্বিশ ঘণ্টা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছিল অ্যান্টিবায়োটিক ছাড়াই। যদিও হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বাড়ি ফিরলেও বুদ্ধদেব ভট্টাচার্য কড়া পর্যবেক্ষণের মধ্যেই থাকতে হবে।
গত ২৯ জুলাই ফুসফুস এবং শ্বাসনালীকে সংক্রমণ নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী। ৯ দিন পর এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে তাঁর উন্নতি হচ্ছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।
এমনকী এই কদিনের বারবার তাঁকে বাড়ি যেতে দেওয়ার অনুরোধও করেছেন। এদিনের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হাসপাতালের বদলে বাড়ির বাইপ্যাপই ব্যবহার করেছেন বুদ্ধদেববাবু। বাড়ি ফিরে ওটাই ব্যবহার করবেন। যদিও বিকেলে স্যুপ খেলেও এখনও রাইলস টিউবের উপরেই ভরসা রাখা হয়েছে।