রাস্তায় বেরোলে পরিচ্ছন্ন শৌচালয় না পেলে খুব সমস্যা। এবার শুধু পরিচ্ছন্ন নয়, অত্যাধুনিক সুলভ শৌচাগার বানাল কলকাতা পুরসভা। এই প্রথম কোনও পাবলিক টয়লেটে থাকছে শিশুদের স্তন্যপান করানোর আলাদা ঘর।
টালিগঞ্জের কাছে নেতাজীনগর মোড়ের এই- শৌচাগার সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে সপ্তাহ খানেক আগে। দ্বিতল বিশিষ্ট এই শৌচাগারে স্নানের জন্য শাওয়ারের ব্যবস্থাও রয়েছে, এছাড়া বেবি কেয়ার রুম তো আছেই। ব্যবস্থাপনায় কলকাতা পুরসভা।
Mini Zoo In Newtown: নিউটাউনে 'মিনি চিড়িয়াখানা', পর্যটকদের অপেক্ষায় হরিণ,জেবরা, জিরাফ, কুমির
তবে নেতাজীনগরের ফিউচার ফাউন্ডেশন স্কুল এই শৌচাগারের রক্ষণাবেক্ষণ করবে।