Firhad Hakim : গার্ডেনরিচে ইডি তল্লাশিতে টাকা উদ্ধার, ফিরহাদ দুষলেন কেন্দ্রকেই

Updated : Sep 17, 2022 17:30
|
Editorji News Desk

তাঁর বিধানসভা এলাকা থেকে টাকা উদ্ধার হলে, তাঁকে কেন জবাব দিতে 
হবে ? বিরোধীদের দিকে এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বন্দর বিধানসভার বিধায়ক এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই গার্ডেনরিচ থেকে সাত কোটি টাকা উদ্ধারের ঘটনায় একযোগে সরকারকে বিধেছে বাম এবং বিজেপি। তার জবাবেই ফিরহাদ জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে তিনি এর জবাব কেন দেবেন? দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম তল্লাশিতে বহু টাকা উদ্ধার হচ্ছে। তা নিয়ে কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিতে যান?

ইতিমধ্যেই এই ঘটনায় প্রকাশ্যে এসেছে মূল অভিযুক্ত আমির খানের নাম। ইডির অভিযোগ, ই-নাগেট গেমিং অ্য়াপ তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণা করেন আমির খান। আমির গার্ডেনরিচ এলাকার পরিবহণ ব্যবসায়ী নাসের আহমেদ খানের ছেলে। ২০২১ সালে পার্ক স্ট্রিট থানায় আমিরের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই এদিন গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে হানা দিয়েছিল। 

এখন প্রশ্ন হচ্ছে কী এই ই-নাগেট গেমিং ? শুরু হয়েছিল আর পাঁচটা সাধারণ গেমিং অ্যাপের মতই। ওই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ওয়ালেটে কমিশন হিসেবে টাকা দেওয়া হত। নিজের ইচ্ছামত সময়ে সেই টাকা সহজেই তুলে নিতে পারতেন ব্যবহারকারীরা। ফলে ব্যবহারীদের কারও মনে কোনও সন্দেহও ছিল না। ফলে তাঁরা আরও বেশি বেশি করে টাকা এই গেমিং অ্যাপের জন্য ব্যবহার করতে শুরু করেন। এরপরই সুযোগ বুঝে সব টাকা হাতিয়ে নেওয়া হয়।

ব্যবহারকারীরা ভেবেছিলেন, বড় অঙ্কের টাকা ব্যবহার করা হলে, আরও বেশি টাকা ফেরত পাওয়া যাবে। আর তাতেই কাল হয়েছে। ব্যবহারকারীরা যখনই কোনও মোটা অঙ্কের টাকা এই অ্যাপে বিনিয়োগ করা হত, তখনই  টাকা তোলার অপশনটি বন্ধ করে দেওয়া হত।  সিস্টেম আপগ্রেডেশন হচ্ছে বলেই জানানো হত। এরপর সব ব্যবহারকারী আগের প্রোফাইলের যাবতীয় তথ্য উড়ে যায়। ব্যবহারকারীরা তখনই বুঝতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

Moneyfirhad hakimEDGARDENRICH

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট