আবার কি ভোগান্তির শিকার হতে চলেছে শহর কলকাতা ? আশঙ্কা কিন্তু তেমনই করা হচ্ছে। কিন্তু কীসের জন্য ভুগতে হতে পারে শহরবাসীকে ? কতটা পথ ভুগতে হবে শহরবাসীকে। জানেন কী, এই শহরে আগামী দেড় মাস বন্ধ থাকবে মেট্রো রেল ? কিন্তু কেন ?
প্রথম দফায় ১৯ জানুয়ারি বন্ধ থাকবে হাওড়া থেকে ধর্মতলা এবং ফুলবাগান থেকে সেক্টর ফাইভ রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তাহলে হাওড়া থেকে কী ভাবে আসবেন আপনি ধর্মতলায় অফিস করতে ? আপনাকে তো সময়ে অফিসে আসতে হবে ?
তাহলে, চটজলদি কী ভাবে আপনি হাওড়া থেকে ধর্মতলা চত্বরে আসবেন ? উপায় আছে অনেক। তবে, আপনারা এই পন্থা গুলো অবলম্বন করতে পারেন। গত মাসে হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো যোগাযোগের ফলে জীবন অনেক সহজ হয়ে গিয়েছিল। ট্রেন থেকে হাওড়ায় নেমে, অনেক সহজেই মেট্রো করে কলকাতায় চলে আসা যেত।
ভয় পাবেন না। উপায় কিন্তু আছে। হাওড়া থেকে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে এসে উঠে পড়তে পারেন লঞ্চে। সাত টাকা খরচ করলেই আপনি পৌঁচ্ছে যাবেন বাবুঘাট বা আর্মেনিয়ান ঘাটে। এই ঠান্ডায় যদি গঙ্গার হাওয়া থেকে বাঁচতে চান, তাহলেও উপায় রয়েছে।
হাওড়া স্টেশন চত্বর থেকে ঝুড়ি ঝুড়ি সরকারি ও বেসরকারি বাস রয়েছে। যেগুলি আপনাকে খুব সহজেই ধর্মতলায় এনে নামিয়ে দেবে। ১০ টাকা খরচ করলেই সময়ের মধ্যে আপনি অফিসে এসে হাজিরার খাতায় সই করে ফেলতে পারবেন। এছাড়াও আপনি পেয়ে যাবেন অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি।
কিন্তু কেন বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্টের পরিষেবা ? গত কয়েক দিন আগে জানা গিয়েছিল, খুব জলদি বউবাজারের সঙ্গে। সেই জোড়া লাগানোর জন্যই হবে দীর্ঘ সিগ্যানিলিংয়ের কাজ। সেই কারণে দুটি ধাপে বন্ধ থাকবে পরিষেবা।
প্রথম ধাপে পরিষেবা বন্ধ রাখা হবে একদিন। অর্থাৎ ১৯ জানুয়ারি একদিনের জন্য। তবে এই পরিষেবা দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকছে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে ধর্মতলা আসছে সাধারণ যাত্রীদের সময় লাগত মাত্র ১১ মিনিট।
ফলে এই দেড় মাস এই ১১ মিনিটের হার্ডল কী ভাবে পার করবেন অফিসযাত্রী থেকে আম-আদমি, সেটাই চ্যালেঞ্জ কলকাতার কাছে। চ্যালেঞ্জ কলকাতা ট্রফিক পুলিশের কাছেও।