হাসপাতালের খাতায় নাম ছিল সতওয়ারি সিংহ। পাঁচ বছর ধরে সে নামেই ডাকা হয়েছে তাঁকে। সম্প্রতি ছাড়া পেয়েছেন। সুযোগ পেয়ে জানানোর চেষ্টা করছেন সতওয়ারি নন, তিনি কৃপানাম। বাড়ি কোথায়, কার সঙ্গে যোগাযোগ করলে ফিরতে পারবেন নিজের গ্রামে— সে সবের কিছুই মনে নেই কৃপানামের। তাকে ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন মনোসমাজকর্মী রত্নাবলী রায়।
ভাষাগত, সংস্কৃতিগত ফারাকের জন্য এ শহরে নিজেকে একেবারে গুটিয়ে নিচ্ছিলেন কৃপানাম, মুষড়ে পড়েছিলেন একেবারে। তা বুঝেই রত্নাবলী তাঁকে নিয়ে যান রাসবিহারীর এক গুরুদ্বারে। অবাক করা কাণ্ড! সেখানে গিয়েই দেশজ ভাষায় দু'টো কথা বলতে পেরে বেশ কিছুটা মনে পড়ে যায়। পাঞ্জাবি মালাই চা খেয়ে মনে পড়তে থাকে এককালে চাষ করতেন, পরে লরি চালিয়েছেন। মা, বাবা, স্ত্রী মারা গিয়েছেন। এক দিন ভুল ট্রেনে চেপে কলকাতা পৌঁছন। তার পরেই সাদা পোশাকের পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ পাঁচ বছর এসব ভুলেই গিয়েছিলেন।
Cute animals' video: নিয়ম করে পশু পাখিদের মজাদার ভিডিও দেখেন? ব্যাস! আপনার ভাল থাকা আটকায় কে!
গুরদ্বার মারফত খোঁজ চালিয়ে কৃপানামের গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে। খুব শিগগির নিজের দেশে, নিজের ঘরে ফিরবে স্মৃতি খোয়ানো মানুষটা। ঘরে ফেরা এখনও বাকি, তবে ঘরে ফেরা হবে, এটুকু ভেবেই অনেক চাঙ্গা কৃপানাম।