কলেজ স্ক্যোয়ার থেকে শুরু হল জুনিয়র ডাক্তারদের মহা মিছিল। দুপুর ২টো নাগাদ ওই মিছিল শুরু হয়। কলেজ স্ট্রিট থেকে MG রোড, CR অ্য়াভিনিউ হয়ে ধর্মতলায় শেষ হবে ওই মিছিল। মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি বিভিন্ন বয়সের সাধারণ মানুষরা যোগ দেন। বেশ কয়েকজন শিশুকেও মিছিলের সামনের সারিতে দেখা গিয়েছে।
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের সুবিচার সহ থ্রেট কালচার বন্ধের দাবিতে মহা মিছিলের আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা। মিছিল শেষে মহা সমাবেশ হবে ধর্মতলায়।
মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। মোট ১০ দফা দাবিতে তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এরপর আজ অর্থাৎ মহালয়ার দিন মহা সমাবেশ হবে।
RG Kar কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তি সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তররা। তারপর রাজ্য সরকারের সঙ্গে তাঁদের বৈঠক হয়। এবং সেই বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন। কিন্তু তার পরই সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পর ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকারের তরফে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি পূরণ হয়নি। সেই কারণেই বাধ্য হয়েই তাঁরা ফের কর্মবিরতি শুরু করেছেন। দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।
এর আগে মঙ্গলবার বিকালে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করেছিল মোট ৫০টি সংগঠন। কয়েক হাজার সাধারণ মানুষ ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। বুধবারের মহাসমাবেশ নিয়ে আন্দোলনের আহ্বায়ক কিঞ্জল নন্দ একটি ভিডিয়ো বার্তায় জানান, রাজনৈতিক মতবাদ সরিয়ে রেখে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান করেন।