নবান্নে শুরু মমতা-কেজরি বৈঠক। মঙ্গলবার বিকেলে কলকাতায় আসেন দিল্লির মুখ্যমন্ত্রী। সঙ্গে কলকাতায় এসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। সফরে রয়েছেন দুই আপ নেতা রাঘব চাড্ডা এবং আতিশী। নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মমতা। প্রশাসনিক এই বৈঠক থেকেই জোটের কোনও বার্তা তাঁরা দেন কীনা, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
রাজনৈতিক মহলের দাবি, প্রথমে নীতীশ কুমার তারপর অরবিন্দ কেজরিওয়াল। আগামী লোকসভা ভোটের আগে বিরোধীরাও সলতে পাকাতে শুরু করেছেন। তার কারণ, নীতীশের হস্তক্ষেপেই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে জোট বৈঠকে বসতে পারেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার আগে কলকাতায় কথা বললেন তৃণমূল নেত্রীর সঙ্গে।
দিন কয়েক আগেই দিল্লিতে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছিলেন নীতীশ কুমার। তারপরেই কলকাতায় আসছেন কেজরি। রাজনৈতিক মমতা-কেজরির বৈঠককে বিরোধী জোটের তকমা দিতে চাইলেও, এটাও উল্লেখযোগ্য সম্প্রতি কর্নাটকের শপথ অনুষ্ঠানে কিন্তু ডাকা হয়নি আপকে।