রবিবার কবিগুরুর গানেই শুরু হয়েছিল ব্রিগেড। শেষ হল কবিগুরুর সৃষ্ট পঙক্তিতেই। ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর বার্তায় রবীন্দ্রনাথের গানের তিন লাইন লেখেন। বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে, আমরা প্রস্তুত। এটাই ডিওয়াইএফআই। সূতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমন্ডিত হবে"।
শনিবার ব্রিগেড সমাবেশের আগে পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যান ডিওয়াইএফআই নেতৃত্ব। ব্রিগেডের বার্তা নিয়ে এসেছিলেন তাঁরা। সেই বার্তা এদিন মহম্মদ সেলিমের বক্তৃতার পর মঞ্চে পাঠ করেন মীনাক্ষি মুখোপাধ্যায়।
তিনি বলেন, "কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ডিওয়াইএফআই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সম্পাদক। তাঁর বাড়িতে আমরা শনিবার গিয়েছিলাম। লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি। ওর বার্তা উনি ওঁর স্ত্রী ও মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এটাই লড়াইয়ের ডাক।"