অডিয়োকাণ্ডে শনিবার গ্রেফতার করা হয়েছে DYFI নেতা কলতান দাশগুপ্তকে। পুরো ঘটনাটি তৃণমূল, পুলিশ, আইপ্যাক এবং একশ্রেণির মিডিয়ার ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর পালটা অভিযোগ, ফোন ট্যাপ করার অধিকার আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। তাহলে সেই কল রেকর্ডিং কুণাল ঘোষের কাছে কীভাবে গেল সেনিয়েও প্রশ্ন তোলেন সেলিম।
কী ঘটেছে?
শুক্রবার একটি কল রেকর্ডিং প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেখানে শোনা গিয়েছে চিকিৎসকদের আন্দোলনস্থলে হামলা চালানোর হুমকি দিচ্ছেন দুই ব্যক্তি। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
শুক্রবারই সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্য একজন কলতান দাশগুপ্ত। যিনি DYFI-এর শীর্ষ নেতা বলে জানা গিয়েছে।
কুণালকেও কটাক্ষ করতে ছাড়েননি মহম্মদ সেলিম। তিনি বলেন, "ও তো বলেছিল চিট ফান্ডের সবথেকে বেড় বেনিফিসিয়ারি মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে বলেছিল মুখ্যমন্ত্রী আর ওকে মুখোমুখি বসিয়ে দিন তাহলে চিট ফান্ডের টাকা কার কাছে গেছে সব জানা যাবে। অডিয়ো ক্লিপ বের হওয়ার অর্থ ফোন ট্যাপ হচ্ছে। আইনত ফোন ট্যাপ করতে পারে সরকার। তাহলে সেটা কুণাল ঘোষের কাছে কী করে গেল?"