পুজোর আর একমাস বাকি। এর মধ্যে মন্ডপ খুলে ফেলতে হল মধ্য কলকাতার জনপ্রিয় পুজো মহম্মদ আলি পার্কের (Md Ali Park Puja)। পুরসভার নির্দেশে বৃহস্পতিবার খুলে ফেলা হল মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ পুজো মণ্ডপ। মহম্মদ আলি পার্কে দর্শনার্থীদের প্রবেশেও জারি হল নিষেধাজ্ঞা।
পুরসভার (KMC) দাবি, মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ মণ্ডপের নিচে ব্রিটিশ আমলের ইটের গাঁথনি দেওয়া ভূগর্ভস্থ জলাধার। দর্শনার্থীদের ভিড়ের চাপে বড় দুর্ঘটনার আশঙ্কার কথা মাথায় রেখে পুরসভা জানায়, পুজো পার্কেই হোক। কিন্তু দর্শককে পার্কের ভিতর ঢুকতে দেওয়া যাবে না।
Subiresh Bhattacharya: পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, সিবিআই জেরার মুখে সুর নরম সুবীরেশের
পুজো কমিটির যুক্তি, এখনকার মণ্ডপে ঠাকুর দেখতে হলে পার্কে না ঢুকে উপায় নেই। কিন্তু পার্কের ভিতর মেলা ও পুজোর অনুমতি দেয়নি কেএমসি।
আবার নতুন ভাবে মণ্ডপ গড়বে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মণ্ডপের মুখ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে।
উদ্যোক্তাদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ পুরসভার সিদ্ধান্তে। দেড়-দুমাস আগে খুঁটিপুজো হয়েছিল। পুরসভা এতদিন পর কেন সিদ্ধান্ত নিল, ক্ষোভের সুর অনেকের গলায়।