করোনার কারণে গত ২ বছর ভাটা পড়েছিল আইপিএলের (IPL) জাঁকজমকে। কলকাতাবাসীও ৩ বছর আইপিএলের উত্তাপ পাননি। অবশেষে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB), বিরুদ্ধে নামবে কলকাতার নাইটরা (KKR) । স্বভাবতই উত্তেজনায় ফুটছে কলকাতাবাসী। খইয়ের মতো উড়ে গিয়েছে ম্যাচের টিকিট। কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ দেখতে আসবেন ম্যাচ। এই ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখেই মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
IPL 2023 KKR Team : আইপিএলে কলকাতায় শাকিবের বদলি ? ইংরেজ ব্যাটারকে নিল কেকেআর
মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে-তে আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে। এই দিন গুলিতে ম্যাচ শেষের পর রাত ১২ টা ১৫ মিনিটে দুটো ট্রেন চালানো হবে। ম্যাচের এই দিনগুলিতে এসপ্ল্যানেড থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছবে মেট্রো। একটি দক্ষিণেশ্বর পর্যন্ত, অন্যটি কবি সুভাষ পর্যন্ত।