কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড(Massive fire)। বৃহস্পতিবার সকালে পোর্ট ট্রাস্টের(Port Trust) একটি বিল্ডিংয়ে আগুন লাগে। জানা গেছে, আগে এই অংশটি ব্যবহার করা হলেও বর্তমানে তা পরিতক্ত। তবে এখন এটির একটি অংশে তেল(Edible Oil) মজুত রাখা হয়। সকাল ৮-১৫ মিনিট নাগাদ গোডাউনের ভেতরে কালো ধোঁয়া দেখে দমকলে খবর দেন স্থানীয়রা।
দইঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের পুরনো কলকাতা পোর্ট ট্রাস্টের গুদামে(Port Trust Godown) আগুন লাগে। এই গোডাউনটি ভাড়া নিয়ে অনেক ব্যবসায়ী বিভিন্ন ব্যবসার সামগ্রী মজুত করে রাখছেন। দীর্ঘদিনের পুরনো এই গোডাউনটি নানা কাজে ব্যবহৃত হত। ভোজ্য তেল(Edible Oil) থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী এই গুদামে মজুত ছিল। আগুনের জেরে চক্ররেল পরিষেবা(Monorail Service) বন্ধ রাখা হয়েছে।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর দমকল(Fire Brigade)। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আপাতত আগুন(Kolkata Fire) অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।