শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড(Massive Fire)। বেলেঘাটায় (Beleghata) দাঁড়িয়ে থাকা লরিতে আগুন। দাউদাউ করে জ্বলে উঠল গোটা লরি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি লরিতে(Fire on Trucks)। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চলে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলেঘাটার বিধায়ক পরেশ পাল (Paresh Paul)। গোটা এলাকা খতিয়ে দেখেন তিনি। শেষপর্যন্ত দমকলের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন(Fire) পুরোপুরি না নিভলে তা জানানো সম্ভব নয় বলেই জানান দমকলের আধিকারিকরা।
আরও পড়ুন- Protest at PSC Building: পিএসসি অফিসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, গরমে অসুস্থ বিক্ষোভকারীরা
জানা গেছে, বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্প(Petrol Pump) রয়েছে। সেখানে বরাবরই লরি দাঁড়িয়ে থাকে। শুক্রবার দুপুরের দিকে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লরিতেই আচমকা আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা লরি(Fire on Truck)। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পেট্রলপাম্প চত্বরে এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে(Fire Brigade)। কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই ওই লরির পাশে থাকা আরও দুটি লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।