স্কুল অফ ট্রপিক্যালে এক ব্যক্তির ব্রুসোলোসিসে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম শরবিন্দু ঘোষ। বয়স ৫৩। পূর্ব বর্ধমানে বামুনিয়া গ্রামের বাসিন্দা তিনি। শনিবার ট্রপিক্যালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে যদিও ব্রুসোলোসিসের উল্লেখ নেই। লেখা হয়েছে রিউম্যাটিক আর্থারাইটিস।
মৃত শরবিন্দু ঘোষের পেশা ছিল গবাদি পশু পালন। তাঁর ছেলে সুজয় ঘোষের দাবি, দুর্গাপুজোর একাদশীতে পেট খারাপ শুরু হয়। ডায়ারিয়া ভেবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পাঁচদিন পর ডায়ারিয়া কমলেও হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলুনি ও ব্যথা শুরু হয়। বর্ধমান থেকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ব্রুসোলোসিস ধরা পড়ে।
আরও পড়ুন: বিচ্ছেদের জেরেই কী চরম পদক্ষেপ? তুনিশার মৃত্যুতে যে কারণগুলি ভাবাচ্ছে পুলিশকে
গত ৩০ নভেম্বর শরবিন্দুকে ট্রপিক্যালে ভরতি করা হয়। গত তিন দিন আগে ভেন্টিলেশনে পাঠানো হয় তাঁকে। ছেলে সুজয় ঘোষের দাবি, ব্রুসোলোসিসে মৃত্যু হয়েছে। হাসপাতাল যদিও তা মানতে নারাজ।