কয়লা পাচার কাণ্ডে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সোমবার এই ঘটনার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ইডি অমানবিক আচরণ করেছে বলেই অভিযোগ তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার খবর পেয়েই দেশের বাইরে যাচ্ছিলেন রুজিরা। সুপ্রিম কোর্টের রক্ষাকবচকে সম্মান জানিয়ে ইডিকে অনেক আগেই রুজিরা এই ব্যাপারে জানিয়েছিলেন বলেও এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সকালে কলকাতা বিমানবন্দরের ঘটনার পর যে ভাবে রুজিরাকে কয়লা কাণ্ডে নোটিস ধরানো হল, সেই ঘটনাকে অমানবিক বলেই অভিযোগ করলেন মমতা।
কয়লা পাচার দুর্নীতি তদন্তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি। বৃহস্পতিবারই রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সোমবার কলকাতা থেকে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা ও তাঁর দুই সন্তানকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরের বিরুদ্ধে। তারপরেই ইডির নির্দেশ। এরআগেই কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দিল্লিতে জেরা করা হয়েছিল।
নবজোয়ার যাত্রার জেরে প্রায় দু মাস বাংলার বিভিন্ন জায়গায় জনসংযোগের কাজ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দুই সন্তানকে নিয়ে সোমবার দুবাই যাচ্ছিলেন অভিষেক পত্নী। কিন্তু কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরে তাঁকে দুবাই যেতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন অভিষেক। কারণ, বিদেশ যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকার পরেও কেন রুজিরাকে আটকানো হল, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।