বাগুইআটি-কাণ্ডে কাজ শুরু করে দিল সিআইডি। বিকেলেই তাদের তিন সদস্যের প্রতিনিধি নিহত দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে। পরিবারের পাশে দাঁড়াতে এলাকায় যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। বুধবারই এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কর্তব্যে গাফিলতির অভিযোগ এই ঘটনায় ইতিমধ্যেই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে।
রাজ্যের আইন-শৃঙ্খলায় পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে এই বার্তা দিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বেশ কড়া ভাষায় বাগুইআটির ঘটনার জন্য পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। মমতার প্রশ্ন ছিল, কেন এত অবহেলা ?