প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (Republic Day Parade) বাদ বাংলার ট্যাবলো (Tableau)। কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর দফতরে (PMO) চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Basu) ও অন্য স্বাধীনতা সংগ্রামীদের দেশপ্রেম।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় সরকার বাংলার ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত ব্যথিত। শুধু আমি নই, রাজ্যের সকল বাসিন্দা মর্মাহত। যে বাংলা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় আত্মত্যাগ করেছে, তাঁদের ট্যাবলো এভাবে বাতিল করায় শোকাহত সকলে।" মুখ্যমন্ত্রী জানান, এবার প্রজাতন্ত্রদিবস উপলক্ষে বাংলার ট্যাবলোর মূল থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্য স্বাধীনতা সংগ্রামীরদের দেশপ্রেম। দেশজুড়ে পালিত হচ্ছে আজিদি কি অমৃত মহোৎসব (Azadi ki Amrita Mahotsab)। এই সময় কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে চিঠিতে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আর্জি জানান তিনি।
আরও পড়ুন: কোভিড টিকাকরণের এক বছর পূর্ণ, দেশবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। তাই বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি। কিন্তু এই ট্যাবলো বাদ দেওয়ায় এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।