কত হবে অনুদান ? এই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে মঙ্গলবার। বিকেল চারটের সময় শহরের সব পুজো কমিটিকে বৈঠকে বসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক ডেকেছে রাজ্য। যেখানে হাজির থাকবে পুলিশ থেকে দমকল, সব বিভাগ।
দেখতে দেখতে পঞ্চাশের ঘরে নেমে এসেছে পুজোর বাকি। এই পরিস্থিতিতে অনুদানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে পুজো কমিটি গুলিকে নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। বর্ষা কাটলেও শহরে ডেঙ্গির দাপট অব্যাহত। মনে করা হচ্ছে মঙ্গলবারের বৈঠকে এই ব্যাপারে সতর্ক হতে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হতে পারে।
গত বছর একাধিক বড় পুজোর মণ্ডপ থেকে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই হুঁশিয়ারি দিয়েছিলেন, রাস্তা আটকে পুজো করা যাবে না। এবারও সেই বার্তা দেওয়া হতে পারে। এমনকী, পুজোর ভিড় এড়াতে কমিটি গুলি কী ব্যবস্থা নেবেন, তার নীলনকশা চাওয়া হতে পারে।
সেইসঙ্গে জোর দেওয়া হতে পারে বিদ্যুতের অপচয় বন্ধের উপরে। আলোর মেলায় সাজবে তিলোত্তমা। কিন্তু এই আলোর মালায় শহরকে সাজাতে গিয়ে যাতে বিদ্যুতের অপচয় না হয়, সেই বার্তাও মঙ্গলবারের বৈঠক থেকে দিতে পারেন মুখ্যমন্ত্রী।