ডান কাঁধে অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । শুক্রবার দুপুরে রুটিন চেক-আপের জন্য এসএসকেএম গিয়েছিলেন তৃণমূল নেত্রী । হাসপাতালের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রুটিন চেকআপের সময়ই ডান কাঁধে অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করেন চিকিৎসকরা । তবে, বড় কোনও অপারেশন নয় । এদিনই, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে । তিনি সুস্থ আছেন বলে খবর ।
এসএসকেমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,চেকআপের সময় মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করেন চিকিৎসকেরা। পুরনো চোটের জায়গাতেই সেই অস্ত্রোপচারের প্রয়োজন হয় । উডবার্ন ওটিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে।
দুপুরে এসএসকেএম-এ ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,'শরীর ঠিক আছে । পা চেক আপ করাতে এসেছেন তিনি। সবই ঠিক আছে। রোজ বিশ হাজার স্টেপ হাঁটছেন।' এদিন সংবাদমাধ্যমকে নববর্ষের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী ।