প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি যাবেন। বৃহস্পতিবার বিধানসভায় এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, যাবেন তৃণমূল নেত্রী হিসেবে। আগামী ৫ ডিসেম্বর দিল্লি যাবেন তিনি।
বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে আসেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে বক্তৃতার পর তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী বছর ভারতে জি ২০ সম্মেলন। সেই বৈঠকে হাজির থাকবেন দেশ-বিদেশের নেতা নেত্রীরা। সেই বৈঠকের পরিকল্পনার জন্য দেশের বিভিন্ন দলের চেয়ারপার্সনদের ডাকা হয়েছে। তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ডিএ নিয়ে আন্দোলনে গ্রেফতার হওয়া ৪৭ জনকেই জামিন, শুক্রবার নির্দেশ আদালতের
প্রসঙ্গত, এর আগে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে কটাক্ষ করে বাম ও কংগ্রেস। মোদী-মমতার বৈঠককে তৃণমূল-বিজেপির সেটিং বলেও আখ্যা দেয় বিরোধীরা। এবার আগেভাগেই বৈঠকের বিষয় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, প্রস্তুতি সংক্রান্ত চারটি বৈঠকও হওয়ার কথা বাংলায়। এছাড়া জি-২০ সংক্রান্ত মূল পর্যায়ের অনুষ্ঠানগুলির একটি উত্তরবঙ্গে শিলিগুড়ি-দার্জিলিংয়ে হওয়ার কথা আছে। সেসব বিষয় নিয়েই দলের চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে কিনা, তা এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানিয়েছেন, সময় পেলে তিনি রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্করে যেতে পারেন।