রবীন্দ্রজয়ন্তী নিয়েও রাজ্যে রাজনৈতিক তরজা। জোড়াসাঁকোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কবিপ্রণামকে পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না নিয়ে তিনি জানিয়েছেন, না জেনে লিখে এনে কিংবা টেলিপ্রম্পটার দেখে অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু যাঁদের হৃদয়ে রবীন্দ্রনাথ, তাঁরা সবসময়ে তাঁকে অনুভব করেন। হদয়ের মধ্যে দিয়েই রবি-উপাসনা হোক, তবে তা হবে প্রকৃত রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো। এদিন ধনধান্য প্রেক্ষাগৃহ রাজ্য সরকারের কবি প্রণাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটের আগেই রবীন্দ্রনাথকে মনে পড়ে দিল্লির নেতাদের। তাই রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। তাঁর অভিযোগ, না জেনেই বলে দেওয়া হয় রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন। বাংলায় বিধানসভা ভোটের আগে এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের আগেই অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক ফায়দা তুলতে রবীন্দ্রনাথকে ব্যবহার করছে বিজেপি। অভিযোগ ফিরহাদের। একধাপ এগিয়ে ব্রাত্যর কটাক্ষ, একবার জোড়াসাঁকো গিয়ে দেখে আসতে হবে, সব মূর্তি ঠিক আছে কীনা।