তৃণমূল কংগ্রেসে 'সাফাই' ও 'সংস্কার'-এর চালকের আসন এবার খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রদবদলের লক্ষ্যে শুরু পরামর্শদাতা সংস্থার কাজ হঠাৎ বন্ধ রাখতে বলেছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে এই কাজ নিয়ে এগোতে চাইছেন না তিনি।
লোকসভা ভোটের পরই দল, পঞ্চায়েত ও পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেয় তৃণমূল। কিন্তু আরজি কর কা্ডে যে ঝড় তৈরি হয়েছে, তার মধ্যে সংগঠনে হাত দিতে চাইছেন না তৃণমূল নেত্রী। এই নিয়ে দলের পরামর্শদাতা সংস্থা জেলায় জেলায় আলাদা করে সমীক্ষাও শুরু করেছিল। আপাতত, ওই সংস্থাকে এই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দলনেত্রী নিজেই। দলীয় সূত্রে খবর, হাসপাতালের ঘটনাপ্রবাহে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে সংগঠন নিয়ে দলনেত্রী একটু ধীরে এগোতে চাইছেন।
দলীয় সূত্রে খবর, সমীক্ষায় এলাকাভিত্তিক পুরপ্রধান, উপ পুরপ্রধানদের সম্পর্কে সমীক্ষা চলছিল। উল্লেখ্য, ২১ জুলাই ধর্মতলার সভা-মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সে কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী কাজ করছিল পরামর্শদাতা সংস্থা। আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পুজোর আগে একাধিক পুরসভার পুরপ্রধান ও উপ প্রধান বদলের পরিকল্পনা থাকলেও আপাতত তা নিয়ে দোলাচল তৈরি হয়েছে। একই পরিস্থিতি পঞ্চায়েত স্তরের রদবদল নিয়েও।
তবে এই পরামর্শদাতা সংস্থা রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত আর একটি কাজ শুরু করেছে। জেলায় কোথায় রাস্তা মেরামত প্রয়োজন, তা স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে বলা হয়েছে তাঁদের। তার ভিত্তিতে সংস্থার পক্ষ থেকে একটি রিপোর্ট দেওয়া হবে।