পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের (Congress)। এই জঘন্য ফলের প্রেক্ষিতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, "কংগ্রেস হেরেই চলেছে। তাই বিজেপির (BJP) মোকাবিলায় এখন সব আঞ্চলিক দলগুলিকেই জোট বাঁধতে হবে।" তাঁর মতে, "চার রাজ্যে জিতে ডুগডুগি বাজাচ্ছে বিজেপি, ২০২৪ সালে কী হবে কেউ জানে না।"
গতকাল পাঁচ রাজ্যের ফলাফলে পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narednra Modi) জানান, এই ভোটের ফলাফল ২০২৪-র নির্বাচনে কী হবে, তা স্থির করে দিল। তা নিয়েই কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪ সালের জন্য লাফাচ্ছে বিজেপি। ২০২৪-এর বাজনা বাজাতে শুরু করেছে। আমরা বলি ডুগডুগি বাজালে হবে না। সাথে ঘণ্টা চাই। সাথে হারমোনিয়াম চাই। সব নিয়েই ২৪ আসবে। আগামী ২ বছর বাদে আমি বলতে পারি, আমি বেঁচে থাকব কিনা! কেউ জানে না।"
আরও পড়ুন: 'সাহেব, রাজ্যের ভোট নয়, ২০২৪ সালে অন্য লড়াই...', প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রশান্ত কিশোরের
এদিন ৫ রাজ্যে বিজেপির জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এক্ষেত্রে কংগ্রেস সহায়ক ভূমিকা নিতে পারে। কংগ্রেস চাইলে আমরা সবাই একসঙ্গে লড়তে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি।" তিনি বলেছেন, সমাজবাদী পার্টির ইতিবাচক থাকা উচিত। কারণ, এই ফল ভবিষ্যতে বিজেপির পক্ষে বড় লোকসান হয়ে উঠবে।