ইতিহাস বদল নিয়ে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার আলিপুর মিউজিয়ামের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর দাবি, এমন একটা সময় এসেছে, আবার নতুন করে ভাবতে হচ্ছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পালটে যাচ্ছে রাজনৈতিক কারণে।
মুখ্যমন্ত্রী বলেন, "এমন সময় এসেছে যখন নতুন করে ভাবতে হচ্ছে। কেন? কারণ বাস্তবকে পাল্টে দিচ্ছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সব পাল্টে যাচ্ছে। রাজনৈতিক কারণে পাল্টানো হচ্ছে। সেই কারণে স্বাধীনতার ৭৫ বছরে এই মিউজিয়ামের উদ্বোধন। যাতে নতুন প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আসল সত্যটা জানতে পারে।" বুধবার আলিপুর মিউজিয়াম উদ্বোধনে এসে এভাবেই নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।
দেশের স্বাধীনতা সংগ্রামেরবাংলা ও বাঙালির আত্মত্যাগ, দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে মমতার বার্তা, "বাংলা না থাকলে নবজাগরণ হত না। বাংলা না থাকলে স্বাধীনতা সংগ্রাম হত না। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।" আলিপুর জেলে মিউজিয়ামের উদ্বোধনে এসে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।