কালীঘাটে দলীয় বৈঠকে ২০ সদস্যের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আপাতত তৃণমূলের সমস্ত শীর্ষপদের অবলুপ্তি ঘটানো হয়। এদিন সাংবাদিক বৈঠক করে সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্মসমিতির তালিকা প্রকাশ্যে আনেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাথমিকভাবে ১৬ জনের নাম ঘোষণা করেন তিনি। তবে কোনও পদাধিকারীর নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীকালে এই পদাধিকারীর নাম ঘোষণা করবেন দলের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোনও পদাধিকারীর নাম ঘোষণা করা হয়নি। তালিকায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আছেন সুব্রত বক্সী (Subrata Bakshi), সুদীপ বন্দ্যোপাধ্য়ায় (Sudip Bandopadhyay), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy), জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick), অসীমা পাত্র (Asima Patra), মলয় ঘটক (Moloy Ghatak), রাজীব ত্রিপাঠি (Rajiv Tripathi), অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), গৌতম দেব (Goutam Dev)। তবে বৈঠকে এই কমিটির কোনও পদাধিকারী চূড়ান্ত করা হয়নি। পরবর্তীকালে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির পদাধিকারীর নাম ঠিক করবেন। শনিবারের বৈঠকে এই নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: শনিবার থেকে আবহাওয়ার উন্নতি, ফের কমবে তাপমাত্রা
এদিন বৈঠকে 'এক ব্যক্তি, এক পদ' এই সংক্রান্ত বিষয় নিয়ে কী হয় তার দিকে নজর ছিল। দলের অভ্যন্তরে কোনও বিভাজন বা আইপ্যাকের সঙ্গে সংঘাত প্রসঙ্গ নিয়েও বৈঠকে আলোচনার কথা ছিল। তবে বৈঠকের পর এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।