গার্ডেনরিচের পর এবার নবান্ন। মাথায় ব্যান্ডেজ নিয়েই মঙ্গলবার প্রশাসনের সদর দফতরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ নবান্নে আসেন তিনি। ছিলেন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
গত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আহন হন। তাঁর মাথায় চোট লাগে। সেই অবস্থায় হাসপাতালে আসেন। কপালে সেলাই হয়। তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সোমবার সকালে গার্ডেনরিচের খবর পেয়েই ঘটনাস্থলে যান তিনি। দেখা যায় মাথায় ব্যান্ডেজ রয়েছে। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেখান থেকে যান হাসপাতালেও।
এদিকে, লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন রাজ্যের নেতারা। ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। রাজনৈতিক মহলের প্রশ্ন, কবে থেকে নির্বাচনের প্রচার ময়দানে দেখা যাবে তৃণমূল নেত্রীকে ?
এই প্রশ্নে কোনও স্পষ্ট উত্তর নেই তৃণমূলের অন্দর থেকেও। কারণ, তৃণমূল নেত্রীকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। তাই এখনই এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না তৃণমূল নেতা। শুধু মুখ্যমন্ত্রী নন, এবারের নির্বাচনে তাদের প্রচারে কোন তারকাকে দেখা যাবে, সেই তালিকাও এখনও প্রকাশ করেনি রাজ্যের শাসক দল।