বন্যা পরিস্থিতি পরিদর্শনে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য়বিমার টাকা পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতিতে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে ও বিডিওদেরও সতর্ক হতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী।
আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ধমানে বন্যা পরিস্থিতির পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "পুজোর ছুটি পড়লে বন্যা দুর্গতদের স্কুলে আশ্রয় দেওয়া হবে। বন্যা পরিস্থিতিতে সাধ্যমতো ত্রাণ দিচ্ছে প্রশাসন।" তিনি বলেন, "পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান, সেই ব্যবস্থা করার জন্য বলব। চাষিভাই-বোনদের চিন্তা করতে বারণ করব।" আবাস যোজনার তালিকায়ভুক্ত নয় যে সব বাড়ি, সেই বাড়ির মালিকরাও ক্ষতিপূরণ পাবেন।
সোমবারও বর্ধমানে গিয়ে ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "বাংলার অবস্থান নৌকোর মতো।" বিপদ বুঝলে আগেই সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। কারণ নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে।" মূর্তি, ভবন গড়ার থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর।