বুধবারের পর বৃহস্পতিবারও একাধিক পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ়ড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, ২১ পল্লি, আদি বালিগঞ্জ সর্বজনীন, শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান, ৪১ পল্লি সহ একাধিক মণ্ডপ উদ্বোধন করেন তিনি।
RG কর কাণ্ডের পর আন্দোলন চলছে কলকাতা সহ একাধিক জেলায়। এই পরিস্থিতিতে উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই জানিয়েছিলেন, উৎসবে ফিরবেন না। কিন্তু বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, গতবারের থেকে বেশি পুজো হচ্ছে গোটা বাংলায়।
বৃহস্পতিবার বড়িষা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বন্যার জন্য ভেবেছিলাম এবার পুজোর অনুষ্ঠানগুলি নাও হতে পারে। কিন্তু পরে দেখলাম গতবারের চেয়ে অনেক বেশি পুজোর অনুষ্ঠানে অনুরোধ আসছে।"
বুধবার থেকে পুজো উদ্বোধন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ৩০০টিরও বেশি পুজো উদ্বোধন করেছিলেন তিনি। সেখানে তিনি উৎসবের ফেরার কারণ ব্যাখ্যা করেন।
জানা গিয়েছে কলকাতা ও জেলার পুজোর মিলিয়ে এখনও পর্যন্ত ১২০০টি পুজোর উদ্বোধন করেছেন। এর মধ্যে জেলার পুজোগুলি অনলাইনের মাধ্যমেই উদ্বোধন করেছেন তিনি।
বড়িষার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ থেকে ৩০০টি পুজোর উদ্বোধন করেছেন। আগামীকালও ৪০০ পুজোর উদ্বোধন করবেন তিনি। এদিকে ২১ পল্লি পুজো উদ্বোধনে গিয়ে ক্যানভাসে ছবি আঁকেন মুখ্যমন্ত্রী।
এদিকে মহালয়ার রাত থেকেই জনতার ঢল নেমেছে কলকাতায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় প্রায় কয়েক হাজার দর্শনার্থী ভিড় করেছিলেন বলে ক্লাবের তরফে দাবি করা হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও একাধিক মণ্ডপে ভিড় হবে বলে মনে করছেন ক্লাব কর্তারা।