কাটল না জট । নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক হল না । একদিকে লাইভ স্ট্রিমিং করতে নারাজ সরকার । অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের দাবি, 'নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন' । মুখ্যসচিব থেকে ডিজি, রাজ্যের শীর্ষকর্তাদের তরফে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের । কিন্তু, ভিডিও রেকর্ডিংয়ে সায় দেননি জুনিয়র ডাক্তাররা । দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিন দিনেও তিনি সমাধান করতে পারলেন না । এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী । কেন রাজ্য সরকারের তরফে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, তারও ব্যাখ্যা দিয়েছেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম । তাঁরা যদি চাইত, আমরা শেয়ারও করতে পারতাম । সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে । সরাসরি সুপ্রিম কোর্ট লাইভ সম্প্রচার করতে পারে । কিন্তু আমরা পারি না । যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, সিবিআই তদন্ত করছে, সেখানে তাঁরা লাইভ করতে পারেন । কিন্তু, বিচারাধীন বিষয় কীভাবে লাইভ স্ট্রিমিং করতে পারেন তাঁরা ? এটা কোনওভাবেই সম্ভব নয় । তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই ভিতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম । যাতে পুরো ব্যাপারটা সংরক্ষিত থাকে ।'
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'সরাসরি সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। আমরা এমন কিছু করতে চাইনি, যাতে অচলাবস্থা চলতে পারে। ওরা যে কোনও ইস্যু তুলতে পারতেন। সেটা ওঁরা পরে সংবাদমাধ্যমকে জানাতে পারতেন। আমরা যুগ্ম ভাবেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম।'