Mamata Banerjee : বাংলার বিধানসভায় একাই তৃণমূল, দুই-তৃতীয়াং আসন জিতবেন, প্রত্যয়ী মমতা

Updated : Feb 10, 2025 18:47
|
Editorji News Desk

বাংলায় ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। 

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে প্রত্যয়ী তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁর দাবি, আগামী বছর নির্বাচনে রাজ্যে দুই-তৃতীয়াংশ আসন জিতে বাংলায় ফের সরকার তৈরি করবে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে হারের জন্য এদিন আপ-কংগ্রেসের সমন্বয়কে দায়ী করেছেন মমতা। তিনি জানিয়েছেন, দিল্লিতে আপকে সাহায্য করা কংগ্রেসের উচিত ছিল। কংগ্রেস নমনীয় হলে বিজেপির জেতা হত না। তিনি মনে করেন, হরিয়াণায় আপও কংগ্রেসকে সাহায্য করেনি। যার পর বিজেপির ফিরে আসা। 

বাংলায় তৃণমূল একাই একশো। তাঁর কোনও সাহায্যের দরকার নেই। মমতা মনে করেন, আগামী বছর বাংলায় বিধানসভা ভোটে তৃণমূল উন্নয়নকে মানুষের কাছে নিয়ে যাবে। ১২ তারিখ রাজ্য বাজেট। আগামী বছর ভোটের আগে শেষবার পূর্ণ বাজেট পেশ করবে মমতা সরকার। 

রাজনৈতিক মহলের দাবি, এবারের বাজেটে কল্পতরু হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীভাণ্ডারে। গত লোকসভা ভোটে এই প্রকল্প দিয়েই বাংলার ভোট ময়দানে বিজেপিকে রুখে দিয়েছিলেন মমতা। 

তবে, বাজেট অধিবেশনের প্রথম দিনেই তৃণমূলের অন্দরে বেশ কিছু বিধায়কককে ফের সতর্ক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। জ্যোতিপ্রিয়র যেমন তিনি প্রশংসা করেছেন, তেমনই আবার ভর্ৎসনা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। 

Mamata Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট