দিন কয়েক আগেই কর্মবিরতি করেছেন সরকারি কর্মীদের একাংশ। এবার সেই আন্দোলনকারীদেরই 'চোর-ডাকাত' বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার রেড রোডে দুদিনের ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। সেখানেই ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্না মঞ্চে তৃণমূল নেত্রীর দাবি, "যে চোর-ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল, সব ডিএ-র ওখানে বসে রয়েছে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? সব চোর-ডাকাত। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে!"
পাল্টা তোপ ডিএ আন্দোলনকারীদেরও। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতারা ময়নাতদন্ত করেছেন। পঞ্চায়েতের আগেই বাম দুর্নীতির শ্বেতপত্র সামনে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।