তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day 2022) মঞ্চ থেকে নিয়োগ নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিপিএম আমলে কীভাবে চাকরি হত, তা নিয়েও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, তৃণমূল আমলে কত চাকরি হয়েছে, তার পরিসংখ্যানও দিলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কত ছেলেমেয়েরা শিক্ষক-শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছে আমাদের আমলে! আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়। আলমারি কোথায়। ডকুমেন্ট কোথায়। কারা চাকরি পেয়েছে। পয়সা নিয়েছ, আর চাকরি পেয়েছ। তাই সিস্টেমটা ওরা ভাল জানে। আজ তৃণমূলকে বলছ চোর। আমি যদি আর রাজনীতি না করতাম, আর এই চেয়ার না থাকতাম, যারা মিথ্যা কথা রটনা করে, তাদের জিভগুলো টেনে ছিঁড়ে ফেলতে।"
আরও পড়ুন: 'পার্থ, কেষ্ট, ববি, অরূপ, অভিষেক, সবাই চোর, ওরা সাধু!' কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের আমলে নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এক কোটি ৬৩ লক্ষ ৯৭০ জনকে চাকরি দিয়েছে আমাদের সরকার। এবার দেখুন, আমাদের হাতে কত আছে, ৮৯ হাজার ৩৫ জন। এটা এতদিন হয়েও যেত। রোজ রোজ একজন দুজন তিনজনের স্বার্থান্বেষীর জন্য। ব্রাত্য আইন মতো নতুন করে করে দাও। আইন মতো যাতে ছেলেমেয়েরা চাকরি পায়।"