ইদের সকালে রেড রোডের নমাজের অনুষ্ঠানে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ তৃণমূল নেত্রীর। ফের NRC-CAA নিয়ে সওয়াল। ইডি, সিবিআই, আয়কর দফতর দিয়ে গ্রেফতার। ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভাল একটা আলাদা জেল তৈরি করিুন।" রেড রোডের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীকেও নিশানা করেন মমতা। তিনি বলেন, "ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি। এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। মাছের মাথা হল সিএএ, লেজ হল NRC। দিল্লিতে ভোটের পর INDIA জোট কী হবে বুঝে নেব। বাংলায় সিপিএম-কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।"