প্রতি বছরের মতো এবার বড়দিনের মধ্যরাত্রে চার্চে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের উৎসবে অংশ নিলেন তিনি। সেই সঙ্গে তাঁর বার্তা, করোনা আবহে সতর্ক থেকে উৎসবে অংশ নিন সকলে।
গির্জায় উপস্থিত হয়ে উপাসনা করলেন মমতা। তার পর টুইটে লিখলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ করুন। তবে মেনে চলুন কোভিডবিধি।’
প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়। এ বার তিনি উপস্থিত হলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
Lake Town Christmas: সুজিত বসুর উদ্যোগে লেকটাউনে বড়দিনের উৎসব