শুক্রবার সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, রাজনৈতিক বিষয়ের পাশাপাশি একাধিক প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুজনের মধ্যে।
R G কর কাণ্ডের পর সেভাবে প্রকাশ্যে আসেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ঘটনার প্রতিবাদে কয়েকটি টুইট ছাড়া তেমনভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে RG কর কাণ্ডে মূল অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মিছিলেও দেখা যায়নি অভিষেককে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অবনতি হয়েছে? যদিও শুক্রবার ওই বৈঠকের পর সেই জল্পনায় জল পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে সক্রিয় না থাকায় দলের অভ্যন্তরে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। কুণাল ঘোষ প্রকাশ্যেই জানিয়েছিলেন, রাজ্যের এবং দলের এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আসা উচিত। যদিও কুণালের সেই বক্তব্যর পরও সেভাবে অভিষেককে সামনে দেখা যায়নি।
একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এই পরিস্থিতিতে কী করা উচিত সেই নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মতামত জানিয়েছেন। এবিষয়ে দলের এক নেতা জানিয়েছেন, শুক্রবারের ওই বৈঠক দলের পাশাপাশি প্রশাসনের জন্যও অত্যন্ত ইতিবাচক।