উত্তর ২৪ পরগনায় আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। বরানগর ইন্ডিয়ান স্ট্যাটেস্টিক্যাল ইন্সটিটিউটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত জয়ন্ত সিং মদন মিত্রের ঘনিষ্ঠ। এনিয়ে মারধরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা মোট ৯।
ঘটনার সূত্রপাত রবিবার। ব্যক্তিগত কারণে আড়িয়াদহে দুই যুবকের মধ্যে বচসা বাঁধে। ওই বচসার মধ্যে ঢুকে পড়েন জয়ন্ত সিং। অভিযোগ, বচসার কারণে সায়নদীপ পাঁজা এবং তাঁর মা-কে রাস্তায় ফেলে মারধর করে জয়ন্তর লোকজন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জয়ন্ত। অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।
যদিও বিরোধীদের অভিযোগ, গ্রেফতার নয়, জয়ন্ত সিং-আত্মসমর্পন করেছেন। এই প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।